অরুণ কারফা নের করিতা “প্রেমপত্র”




প্রেমপত্র
অরুণ কারফা
ফিরিয়ে দিল সব চিঠি গুলো!
এও কিনা বিশ্বাস করতে বল?
পাগলের মত তারে ভালবেসে
সব দিয়ে শেষে তোমার অবশেষে
নিমেষে কিনা এই পরিণতি হল!
নিজের চোখে দেখেছিলাম আমি
প্রতিটাই ছিল স্বর্ণখনি
তাই বাস্তবে এমন যে হবে
কর্পূরের মত প্রেম উবে যাবে
পুরোটাই শূনতে
লাগে জোলো জোলো।
কথা দিয়েও কেন রাখেনি কথা
বোঝেনি চিঠির মর্ম ব্যথা
মূল্য বোঝেনি মেধার নয়ত,
নতুবা বোঝেনি প্রেমের অর্থ।
অযতনে হলে তুলশী গাছ
কজনেই বা পূজে তারে আজ
সুলভ বলে পানি নাও দিলে
পল্লব তার করে না লাজ,
তা যারা জানে
বারবার সেখানে
দূর থেকে দূরে
ফিরে এসে ঘুরে
নিয়ে যায় প্রতিটি পত্র চুনে
শুধু কি না তার ঔষধির গুণে।
সে সব কথা চুলোয় যাকগে,
ছিলই না হয়ত প্রেম ভাগ্যে
ভেবে দেখ সবদিকটা একবার
হিরণ্যের প্রতি লোভ ছিল তার
হয়ত পেয়েছে তোমার চে`ও ধনী
যার আছে সাজানো হীরের খনি;
তাই বলে সাথী পড়োনা ভেঙ্গে
হাই তুলে রাতি কেঁদোনা জেগে,
চেয়ে দেখ ঐ আকাশের দিকে
নিভু নিভু তারা ঢাকলেও মেঘে
কভু তবু নিয়ে অতুল্য সাজ
জ্বলজ্বল করে ওঠে ঐ তাজ।

Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment