দিবাকর মণ্ডললের কবিতা”জোনাকি”



কবিতা :- জোনাকি
কবি :-দিবাকর মণ্ডল  
তাং :- 13/12/2018
জোনাকি ও জোনাকি -
তুমি কি স্বপ্ন সাজাও তোমার চলার ছন্দ ঘিরে ?
আমার এই ভাবনাগুলো --
কেমন যেন এলোমেলো তোমার ভিড়ে ।
লাগছে কিন্তু বেশ ।
তুমি কি রোজ সকালে ঘুমিয়ে পড় ক্লান্তি নিয়ে ?
সারারাত স্বপ্ন সুখের গান গেয়ে যাও ঘুম রাঙিয়ে ।
জীবনের সকল ব্যথার সাক্ষী তুমি সকল গৃহে ।
ধরণীর সকল আঁধার দাও পাহারা নীরব হয়ে ।
হারানো প্রিয়ার ব্যথায় যখন দু-চোখ অশ্রু ভরা ,
নিশিরাত একলা গৃহে বন্দি বাসর দুয়ার খোলা ।
তুমি দাও প্রিয়ার হাসি গান গেয়ে যাও গুনগুনিয়ে ।
ভাবনা নয়রে একা - জীবন কঠিন , যাও শুনিয়ে ।
আমি তো ভাবতে পারি ---
আমার প্রিয়া হারিয়ে গেছে ঐ আকাশে ।
ঠিকানা খুঁজছ বুঝি ,
দেবেই ধরা আছি জেগে সেই আশাতে ।
সারারাত কল্পনাতে , সুখে দুখে বন্ধু তুমি ,
জগতের স্বপ্ন রানী-আঁধার রাঙা মায়ায় ভরা আগমনী ।
জানি আজ তোমার দুখে সঙ্গী করে পাও না কারে ।
তুমি কি প্রদীপ বলো , আলোই দিলে সকল দ্বারে ?
হতে চাই তোমার আলোর একটা কণা , নেবে সাথে ?
জীবনের সকল আশা বিলিয়ে দেব তোমার মত - ভালোবেসে ।
জানি তাতে আমিও হবো তোমার মতো অনেক খুশি ।
সারারাত আমরা দুজন করবো কূজন সকল হৃদে করতে খুশি ।
জোনাকি ওগো জোনাকি ।।


Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment