শামীমা সুলতানার কবিতা”আমিও মানুষ ”





আমিও মানুষ
শামীমা সুলতানা।
------------------
ইচ্ছে গুলো আজ শৃঙ্খলাবদ্ধ হয়ে ক্লান্ত
স্বপ্ন গুলো এখন উড়ে উড়ে পরিশ্রান্ত।
পরিকল্পনা সব দেখা যায় আলপনায়
স্মৃতিরা চোখে ঝাপসা হয়ে কল্পনায়।
শৈশবের দুরন্তপনা স্তমিত হয়ে থমকে
উদ্দীপনা শুধুই কল্প কাহিনীর চমকে।
অর্জিত মেডেলে মরিচা স্পষ্ট দৃশ্যমান
মানসিকতা শুধু কোমার অপেক্ষমাণ।
যান্ত্রিকতার কবলে রিমুটের নিয়ন্ত্রণে
নিয়মের আবর্তে সঙ্গী অশ্রু দু'নয়নে।
ক্রন্দন আড়ালে বেসিন জলের শব্দে
রক্তকণিকা হিম স্পর্শে জমাট লব্ধে।
দর্পনে কুৎসিত প্রতিচ্ছবির দৃশ্যমান
শত সহস্র আত্ম প্রশ্নে মস্তিষ্ক মুহ্যমান।
আমি মানুষ! ভিনগ্রহের কোন অস্তিত্ব?
আতশি কাঁচে পাচ্ছিনা খুঁজে আমিত্ব?
যদি মানুষ হও অন্যকে দাও অধিকার
শোষণে আজ ধ্বংস প্রায় মানবাধিকার।



Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment