দিবাকর মণ্ডলের কবিতা :- আলো আঁধারে


কবিতা :- আলো আঁধারে
কবি :- দিবাকর মণ্ডল
তাং :- 09/12/2018
নীল পাহাড়ের স্বপ্ন দেশে - সঙ্গীহীনা একা ,
নীল পরীদের কল্পনাতে পাই যদি বা দেখা ।
ভাবতে ভীষণ ইচ্ছে করে - মিলবে কোন সাথী ,
যত্ন করে রাখবো পাশে - সাজবে পরিপাটি ।
কল্পনার সে ভেলা হঠাৎ - ফিরল আমার গাঙে ,
সত্যি হয়ে দিলো ধরা - দিন কাটে তার সনে ।
আপন করে ভাব শেখালো - ভাবনা নীরবতা ,
এমনি কেহ আপন হবে - দেবে ভালোবাসা !
কি করে কেউ এমনি হৃদে - নেয়গো আপন করে ?
না জানি কোন মায়ার বাঁধন - দিলো জীবন ভরে ।
এ হৃদয়ে আসলে ব্যথা - অশ্রু দিতে তুমি ,
প্রেম জীবনে আসুক সবার - হৃদয় মাঝে নমি ।
হাজার শত বসন্ত পাই - রোজ নিশীথে দেখা ,
এখন আমি অনেক সুখী - নয়কো ভবে একা ।
হঠাৎ সকল মিথ্যে করে - হলে পর ঘরনী ,
জীবন মরন খণ্ড আঁধার - দু-ফাল হলো ধরণী ।
আজ জোছনা অনেক দূরে - আঁধার ঢাকা তারা ।
সুখী থেকো - সুখে রেখো - হলেম দিশাহারা ।
নেই কোন আজ মান অভিমান - একলা চলি পথে ,
আমার স্বপ্ন তোমায় দিলেম - সইবো কোন মতে ।
শুভেচ্ছাতে ভরিয়ে দিলেম - তোমার প্রতিক্ষণ ,
নীল আঁধারের অচিন পাখি - রাঙাক তোমার মন ।
শেষ বেলাতে নাঙ ভেসে যায় আপন স্রোতের বুকে ,
পাড়ের মাঝির দুই ফোঁটা জল বলে থেকো সুখে ।
আজ মনে হয় নিজের মতো নাইবা দিলে ধরা ,
আলোর মাঝে হলেই বা পর - আঁধারে পাই সাড়া ।।

Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment