"হে বঙ্গভূমি"



"হে বঙ্গভূমি"
ইকবাল হোসেন জীসান ইহোজী
তারিখ: ১৩/১১/২০১৮ইং
হে বঙ্গ, হে অঙ্গ মোর, হে মোর গরবী,
হে মাতৃত্ত ! স্ব-গরবী !
কার যাতনায় --
মূর্ছেগিয়ে ফের জাগো মায়ায় মায়ায় ?
কি ব্যথা লুকিয়ে যাও ? অযাচিত মর্মে অন্ধ ভূমি?
দেখে যাও - রিক্ত-দ্বারে ধনীর প্রলাপ, অন্য তুমি
বলে যাও- হে পরন্ত, চল,
তোমার আঁচলে কত ধরে ব্যথা ? এত কোলাহল ?
তোমার অস্তিনেই বিসর্জন ?
তোমারেই করি অবহেলে বর্জন !
কহিলেনা, বঙ্গভূমি !
কেন এত অনুরাগ ? কেন বিছায়েছো মায়া তুমি ?
কার স্বপনে কর আপন
কোন গর্ভে সয়ে অনাচার দিনের যাপন ?
মায়াবতী ! পরহিতে মর,
মরে মরে বেঁচে ওঠো, কোথা বাঁধো ঘর ?
যারে দিলে এত ফুল-ফল,
এত বৃক্ষ তরু-লতা ! সে কি দিল বল ?
নয় ? যাতনার ছল ?
তোর ছায়া-বিথী, পাহার- ঝর্ণার জল।
বিছানো পথের ধার, জল কুয়াশার
জোছনা ছড়ানো বুঝি নয় সুখাশার ?
ধানের শিষে যে প্রাণ, বাঁচায় জীবন
এমন আশিষ কে বা দেয় ? সুখের মরণ।
হে বঙ্গ, হে অঙ্গ মোর, হে জীবন ধাত্রী
কেন বহে এত রক্ত ? কেন সে হয় মরণ যাত্রী ?
ও কি কুলাঙ্গার ?
নয় কি সে তোর বুকে মেঘের মিনার ?
আশ্রিত করে পতাকা দিয়ে
কেন তবে ঢেকে দিলে তার প্রাণ নিয়ে ?
ক্ষণে ক্ষণে আঁকি ঐ, ঐ ভালে 'দি' কত কলঙ্ক দাগ স্রোতসিনী নদী ঐ- ধুয়ে দিক 'ও' চরণ ভাগ
সরালে কি ক্ষোভ ?
হে মোর জননী, কর না গো অনুযোগ
যত ভাগে সয়ে যাও কষ্টের যাতন
পাষাণী'র অঙ্গে দেখি কতনা মাতন
আসিল যে ফিরে দ্বারে
অ-বিচারে
মানুষের নব কোলাহলে,
নব অস্ত্র নিয়ে ঘুরে, ক্ষমতারে পেতে, মারে অন্যরে সমূলে ।
তোমার বিপুল-ধৈর্য্য ধরে রাখো, থাকো স্থির,
অশান্তে রাখছো, প্রশান্তের ছায়া নীড়
জননী, ভাগিনী !
আসছে নতুন ত্রাতা- কে তাহারে মানি ?
জবদ্বখলে কে ? জনগণে ?
হে নিরব ! ভাবছো তুমি আনমনে ।।
কি ভালো ? কি আলো ?
আলোর মিছিল! নিয়ে আসে কারা? নাকি কালো? সৃষ্টির সেই উল্যাসে ফেরে পুরাতন,
নতুন করে জাগছে পাছে -নব জাগরণ
এই এক আলো-ছায়া খেলা
সোজা পথ ধরে কেন? বাঁকারই মেলা
দশে মিলে করি কাজ, যদি থাকে ভাঁজে
সে কাজে কি লাভ বল? ফলিবেনা! যদি মিল না থাকে গো কাজে ।
হে মমতা !
মাতৃ আজ্ঞা দিয়ে দাও সমতা
তোমার আদাশ দাও মোরে-
ভুলি না বদন যেন, বুকে ধরে রাখি তোরে
দাও শক্তি,
যেন রাখিবার পারি তোমা পরে ভক্তি
হে বঙ্গ, হে অঙ্গ মোর
হে মাতৃ শক্তি ।।
স্থান: সৈয়দপুর, মাঝিগাছা, কচুয়া, চাঁদপুর, বাংলাদেশ ।


Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment