জাহিদুল ইসলাম জাহিদ এর “ভালোবাসি মাগো”



ভালোবাসি মাগো
জাহিদুল ইসলাম জাহিদ
মাগো কত কষ্ট করে এনেছিলাম
ঐ বর্বর জাতির কব্জা থেকে।
তোমার মুখের হাসি
মাগো, অনেক ভালোবাসি।
তোমার মুখের বলি
কবিতা গান আর রংতুলি।
আমি ভালো বাসি মাগো
তোমারই ঐ ওষ্ঠে জড়ানো
শরতের শিশির বিন্দু,
আরো ভালোবাসি তোমার বুকে বহমান
হাজারো ঢেউ সিন্ধু।
তোমার ভালোবাসি বলেই মাগো
পাড়ি দিয়েছিলাম দুর্গম পথটা।
পেয়েছিলাম তোমায়,মাগো
লাখো শহিদের রক্তের বিনিময়ে।
ভালোবাসি মাগো,
নির্ভয়ে ঘুমেতে তোমার ঐ বুকে।
মাগো, আজ কেন আবার হানা দেয় ওরা?
তুমি জান কিগো মা, ঐ নরপিশাচ কারা??
উচ্ছেদ কর, ছিন্ন কর,বিতাড়ি কর,
কর মা তাদের আজ তাদের পৃথিবী ছাড়া।
এই বিংশ শতাব্দীতে এসে
কী করে মাগো রাখি তোমার মান?
আজ আমি বড় সংশয়ে ।
আমি ঘুমাবো মা,আমি ক্লান্ত , বড্ড ক্লান্ত !
আমি বুক ভরে শ্বাস নিয়ে ঘুমাবো মা,
অবশেষ হব আমি শান্ত,
আজ আমি ব্ড্ড বেশি ক্লান্ত।


Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment