বাবুল হোসেন বাবলুর কবিতা ”বিজয়ের প্রাত ”





বিজয়ের প্রাত
গদ্য
বাবুল হোসেন বাবলু
১৩-১২-১৮
.
.
আকাশটা নির্মল কি মেঘাক্রান্ত
মনে নেই ততোটা --
স্মৃতির পটে জমাট ধূলির স্তর
বাক্সবন্দী ডায়রীটা অযতনে
ত্যজ্য গৃহকোণে
বছরে একদিন
আলোর মুখ দেখে ।
শব্দাবলী কাতরায় বিমুক্তির প্রত্যাশায়
আঁধারে বসত তিনশত চৌষট্টি দিন -
দিনে দিনে বাড়ে ঋণ ।
ছানিপড়া দৃষ্টিতে গর্বের পতাকা
উড়ছে অবিরাম -
বিলাস বহুল গাড়ির মস্তকে ।
বিস্মৃতির অতলে উলঙ্গ বালকের উল্লাস
তবু -থেকে থেকে ভাসছে
দ্বিখণ্ডিত দর্পণের অবয়বে ।
শঙ্কাযুক্ত বিনিদ্র রাত শেষে
আযানের অস্পষ্ট সুর
হালকা কুয়াশার চাদর ভেদে
কর্ণ কুহরে প্রবেশ ।
আচমকা ---
কিশোর কিশোরীর স্বশব্দ মিছিল
জীর্ণ শীর্ণ বদনে মলিন বসন
সাদা কাগজে অঙ্কিত পতাকা
আনাড়ী হাতের ছাপ স্পষ্ট
কাঁচা মাটির রাস্তায় বিজিত নাচন
ঘাসফূলেরা হেলে দুলে
অভিবাদন জানায় ।
কচি কচি কণ্ঠে বজ্রের ধ্বনি
পূর্বাকাশে উষার রক্তিমাভা
প্রীতির চুম্বন আঁকে
শিশির মাখা সবুজের ডগায় ।
প্রশান্তিতে নীড় ছাড়ে
রাতজাগা পাখিরা
কামান বুলেটের বিদারী গর্জনে
সুখনিদ্রা হয়না কতমাস
হরষে ডানা ঝাপটায় পাখিকুল
“ জয় বাংলা -জয় বাংলা -
বাংলাদেশ স্বাধীন হলো ”
রবে রবে মুখরিত প্রকৃতি
ঘর ছাড়ে আপাময়
বনিতা -বৃদ্ধা -জনতা !
চারযুগ অন্ত প্রায় -
স্মৃতি ভ্রমে ব্যাধিগ্রস্থ কি-
“স্বাধীন ”শ্রবণের সেটাই প্রথম প্রহর ?
দিনটা হাটের ছিলো রক্ষে
প্রোজ্জ্বল স্মৃতিতে -রবিবার -
রবি কিরণে ঝলমলে আঙ্গিনা -সহসায়
শিশির ফোঁটায় মুক্তার দানা
বাতায়ন চুমে কাঙ্ক্ষিত রশ্মি
বালির স্তর সরে ক্রমশঃ
উলঙ্গ বালক বালিকার বিজয়োল্লাস
পরাজিত ছানিপড়া দৃষ্টি
ইতিহাসের জীবন্ত স্বাক্ষী অদ্যপি
স্মরণ তরীতে পাল উড়ে চেতনে -অচেতনে
সেই প্রাত- অন্তরের গহীনে ।

Share on Google Plus

About কালি বিহীন মুক্ত কলম

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment